Web Analytics

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী এলাকাবাসী। দুপুর ১২টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে গ্যাস সরবরাহ পুনরায় চালুর দাবি জানান এবং সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দেন। পরে পুলিশের মধ্যস্থতায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

তিন ঘণ্টার এই অবরোধে কাঁচপুর-মদনপুর থেকে গুলিস্তান পর্যন্ত প্রায় নয় কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে দূরপাল্লার যাত্রী, শহর সার্ভিস বাস ও অ্যাম্বুলেন্স চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এক রোগী অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে মারা যান। এলাকাবাসী জানান, তিন মাস ধরে গ্যাস না থাকায় রান্না বন্ধ, ফলে হোটেলের খাবারে নির্ভর করতে হচ্ছে। বহু অভিযোগের পরও তিতাস গ্যাসের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ঘটনাটি রাজধানীর নাগরিক সেবার দুরবস্থা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার অদক্ষতা পুনরায় সামনে এনেছে। কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!