Web Analytics

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) যৌথভাবে দুই দিনব্যাপী পরিবেশ সম্মেলনের আয়োজন করেছে, যা আগামী ৯ জানুয়ারি রাজধানীর ফার্মগেটের কেআইবি কনভেনশন সেন্টারে শুরু হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে বাপার ২৬তম এই সম্মেলন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবেশ বিষয়ক সংস্কার ও করণীয়’।

সংবাদ সম্মেলনে বাপা–বেনের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরিবেশ সংস্কার কমিশন গঠন না হওয়ায় একটি শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণের রূপরেখা এই সম্মেলনে উপস্থাপন করা হবে। তিনি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পরিবেশ ইস্যুর গুরুত্ব ও পরিবেশ সংস্থাগুলোর কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনিসেলভেনিয়ার ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বেনের বৈশ্বিক সমন্বয়ক মো. খালেকুজ্জামান বলেন, উন্নত বিশ্বের মতো পরিবেশ ও পানি সংরক্ষণ ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি দেশের নদী–নালা ও হাওর–বাঁওড়ের প্রাকৃতিক প্রবাহ পুনরুদ্ধার নিয়েও সম্মেলনে আলোচনা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!