পতিত লীগ সরকার আমলে ব্যাপক তথ্য কারসাজির পরিপ্রেক্ষিতে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের সুপারিশ দিয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। এদিকে বুধবার বিবিএসে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং টাস্কফোর্সের সদস্যরা। ভোজে অংশ নেওয়ার আগে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, টাস্কফোর্সের প্রতিবেদন আজ জমা দেবে না। তারা আমার কাছেই প্রতিবেদন জমা দেবে। তবে আজ আমি মূলত সবার সঙ্গে লাঞ্চ করতেই এসেছি। এখানে কোনো আলোচনা সভা করা হচ্ছে না। তিনি বলেন, আমি এখনো জানি না প্রতিবেদনে কী আছে। পরে জিল্লুর রহমান বলেন, এমন প্রশ্ন করাটা এখন ঠিক নয়। কেননা আমরা যখন প্রতিবেদন জমা দেব সেখানেই সব থাকবে। পরিকল্পনা উপদেষ্টা সুবিধাজনক সময় তারিখ দিলে আমরা প্রতিবেদনটি জমা দেব। এর আগে জানানো হয়, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন বিষয়ে টাস্কফোর্স কাজ করছে। তারা যে সুপারিশ দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মধ্যাহ্নভোজে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, আগামী ১০ সেপ্টেম্বর টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দেবে পরিকল্পনা উপদেষ্টার কাছে।