বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও জামায়াত নেতা আব্দুর জব্বার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ছোটভাই সরফরাজ হোসেনের তিন, আরেক মামলায় তার ভগ্নিপতির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ রিমান্ড চেয়েছিল পাঁচদিন। গতকাল দুপুরে আদালত থেকে কাঠগড়ায় নেওয়ার সময় সাবেক এই মন্ত্রীর গায়ে ডিম ছুঁড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও বিএনপির কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।