সিটিটিসি'র সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। লিখিত অভিযোগে রাশেদ খান জানান, ২০১৮ সালে গ্রেফতার করার পর পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ইশতিয়াক আহমেদের কক্ষে নিয়ে যায়। সেখানে তিনি বুট জুতা পরা অবস্থায় তার গোপন অঙ্গে লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে গালিগালাজ ও অনবরত চড়থাপ্পড়, লাথি-ঘুসি মারতে থাকেন।ওই নির্যাতনের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। এমনকি দেওয়া হয়নি চিকিৎসাও।