উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের প্রত্যেক পরিবারকে স্বনির্ভর করা সরকারের মূল লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলার জন্য সরকার প্রাণিসম্পদ খাতকে মাঠপর্যায়ে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। কেরানীগঞ্জে উপদেষ্টা বলেন, আমরা চাই গ্রামের মানুষ যেন ছোট পরিসরে হাঁস-মুরগি, ছাগল বা ভেড়া পালন করে সংসার চালাতে পারে। এতে তারা অতিরিক্ত আয় করতে পারবে। প্রাণিসম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তা নয়, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের বড় ভরসা। অনুষ্ঠানে নদীবিধৌত চরাঞ্চলের ২১৭টি পরিবারের মাঝে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।