আরাকান আর্মির হাতে বন্দি ৫৫ জন জেলেকে ফেরত আনা হয়েছে। বুধবার নাফ নদী হয়ে জেরিঘাট দিয়ে তারা ফিরে আসেন। বিজিবির দাবি, বিজিবির বিচক্ষণতা, আন্তরিকতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় মিয়ানমার হতে জেলেদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। কর্ণেল আশিকুর রহমান বলেন, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করার পর অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন যাবত আরাকান আর্মি ৫৫ জন জেলেকে আটকে রাখে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।