রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। নিহতরা হলেন বাবা রিপন, মা চাঁদনী এবং তাদের তিন সন্তান—আয়েশা (১), রোকন (১৪) ও তামিম (২২)। প্রথমে দগ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলেও এক সপ্তাহের ব্যবধানে সবাই মারা যান। চাঁদনীকে গুরুতর অবস্থায় গ্রামের বাড়ি নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পরিবারটি অর্থনৈতিকভাবে দুর্বল ছিল এবং রিপন পেশায় ভ্যানচালক ছিলেন। পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।