ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে সাময়িক নিষিদ্ধ আকাশসীমায় উড়ন্ত বেসামরিক বিমানকে প্রতিহত করেছে মার্কিন যুদ্ধবিমান। ২০ জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে ২০টির বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটল। এরোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে বলেছেন, এতে বেসামরিক বিমানচালকের মনোযোগ আকর্ষণ করতে এফ-১৬ বিমান থেকে আগুনের হলকা নিক্ষেপ করা হয়। এতে ট্রাম্পের নিরাপত্তার ওপর প্রভাব পড়েনি। এনওআরএডি বলছে, মাটি থেকে আগুনের শিখাগুলো দেখা যেতে পারে, তবে সেগুলো দ্রুত পুড়ে গেছে এবং কোনো বিপদ ঘটায়নি।