Web Analytics

নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানায়, এই ক্ষেপণাস্ত্রটি স্থল ও সমুদ্র উভয় স্থানেই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এতে অত্যাধুনিক নির্দেশিকা ও উন্নত ম্যানুভারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা শত্রুর রাডার ফাঁকি দিতে সহায়ক। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফসহ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষাটি প্রত্যক্ষ করেন। আইএসপিআর একে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনীর অঙ্গীকারের প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, এই নতুন মিসাইল যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর আগে দুই মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-ফোর ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছিল, যার পাল্লা ছিল ৭০০ কিলোমিটার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।