সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) চলতি মৌসুমে সরিষা ও মধু উৎপাদন থেকে প্রায় ১২০০ থেকে ১২৫০ কোটি টাকার বাজারমূল্য অর্জনের আশা করছে। চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলায় ৯০ হাজার হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে প্রায় এক লাখ ৪৬ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উন্নত জাতের বীজ ব্যবহারে কৃষকরা ভালো ফলন ও লাভের প্রত্যাশা করছেন।
সরিষার পাশাপাশি মধু উৎপাদনও অর্থকরী খাত হিসেবে গুরুত্ব পাচ্ছে। এ মৌসুমে ৪ লাখ ৪ হাজার কেজি মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং ইতোমধ্যে ২২০ জন মৌচাষি প্রায় এক লাখ কেজি মধু সংগ্রহ করেছেন। উল্লাপাড়া উপজেলা সরিষা ও মধু উৎপাদনে শীর্ষে রয়েছে এবং এতে বহু বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। বারি উদ্ভাবিত স্বল্পমেয়াদি উচ্চফলনশীল বারি সরিষা-২০ জাত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ৭৫–৮০ দিনের মধ্যে কাটা যায়।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, সরিষা আবাদ বাড়ানো গেলে দেশীয় ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানিনির্ভরতা কমবে।