বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে সাতটি রেলরুটে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি সংরক্ষণের আবেদন জানিয়েছে দলটি। বৃহস্পতিবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে তারেক রহমান ঢাকায় ফিরবেন এবং তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক ঢাকায় আসবেন।
আবেদনে বলা হয়েছে, যাত্রীদের যাতায়াত সহজ করতে ২৪ ডিসেম্বর রাত থেকে বিভিন্ন রুটে ট্রেন রিজার্ভের উদ্যোগ নেওয়া হবে এবং নির্ধারিত সরকারি ভাড়া পরিশোধ করা হবে। প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার–ঢাকা, সিলেট–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা, পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা ও কুড়িগ্রাম–রংপুর–ঢাকা।
রেল মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ বিএনপির সংগঠনগত সক্রিয়তা ও জনসমর্থন প্রদর্শনের একটি কৌশল হতে পারে।