চলতি বছরের ডিসেম্বরে বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন এবং বেশি সংস্কার হলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার এই বক্তব্য তুলে ধরেন তিনি। জুনে নির্বাচন করার অসুবিধা হিসেবে এপ্রিল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বর্ষাকে উল্লেখ করে সর্বোচ্চ সময় মার্চের কথা বলেন। জাতীয় না স্থানীয় নির্বাচন আগে হবে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, এখনো নেওয়া হয়নি বলেছেন প্রেস সচিব।