প্রধানমন্ত্রী ও নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের অস্বাভাবিক ও বিতর্কিত নিয়ম বাতিল করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে এ নিয়ম চালু হয়েছিল এবং তা সরকারি কর্মকর্তাদের মধ্যে বাধ্যতামূলক ছিল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং হাসিনা সরকারের সময় প্রণীত প্রটোকল নির্দেশনা পর্যালোচনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।