রাজশাহীর সিপাইপাড়া এলাকায় দিঘাপতিয়ার রাজবংশের রাজা হেমেন্দ্র নারায়ণ রায়ের ছেলে সন্দীপ কুমার রায়ের পুরোনো বাড়ি ভাঙার কাজ বন্ধ করেছে জেলা প্রশাসন। প্রায় ১২০ বছর পুরোনো এই রাজবাড়িটি সম্প্রতি বোয়ালিয়া ভূমি অফিস নিলামে বিক্রি করে দেয় ১ লাখ ৫২ হাজার টাকায়। নিলামের ক্রেতা শ্রমিক দিয়ে ভাঙার কাজ শুরু করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও জনমতের চাপে প্রশাসন হস্তক্ষেপ করে। হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী বাড়িটির ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব তুলে ধরে সংরক্ষণের আহ্বান জানান। বাড়িটিতে একসময় ভাষাসৈনিক ও উদ্যোক্তা মনোয়ারা রহমান মহিলা কুটির শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতেন, যা হাজারো নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছিল। ২০০৯ সালে তার মৃত্যুর পর বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। প্রশাসন এখন বাড়িটি বর্তমান অবস্থায় সংরক্ষণ করে ভবিষ্যতে ঐতিহ্যগত মূল্য যাচাইয়ের পর সিদ্ধান্ত নেবে।