Web Analytics

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে বোমাটি নিক্ষেপ করা হয় এবং বিস্ফোরণে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাটি ওপর থেকে নিক্ষেপ করা হয়েছে, তবে কারণ এখনও নিশ্চিত নয়। নিহত সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।

পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!