Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাধা দালালরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দালালদের প্রতারণা থেকে বিদেশগামী শ্রমিকদের রক্ষা করতে হবে এবং শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে হবে। তার মতে, দালালদের দৌরাত্ম্যের কারণে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খাতটির উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

ড. ইউনূস বলেন, পৃথিবীতে এখন তরুণ শ্রমশক্তির ঘাটতি দেখা দিয়েছে, অথচ বাংলাদেশে রয়েছে বিপুল তরুণ জনশক্তি—যা দেশের জন্য সোনার চেয়েও মূল্যবান সম্পদ। তিনি জানান, জাপান সফরে গিয়ে জানতে পেরেছেন দেশটি বিপুল শ্রমিক সংকটে ভুগছে এবং বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক পাঠানো সম্ভব যদি তারা ভাষা শেখে।

তিনি আরও বলেন, জাপানের বহু শহরে ট্যাক্সি সেবা বন্ধ, কৃষিজমি অনাবাদী পড়ে আছে। তাই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বাংলাদেশ বৈশ্বিক শ্রমবাজারে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!