Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার ছেলের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেয়া হচ্ছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে লাশবাহী গাড়ি হাসপাতাল থেকে রওনা হয়। গাড়ির চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত থেকেই ওই এলাকায় নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার অবস্থা ছিল অত্যন্ত জটিল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

তার জানাজা ও জনসমাগম তার রাজনৈতিক জীবনের প্রভাব ও জনপ্রিয়তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!