Web Analytics

যুদ্ধবিধ্বস্ত গাজায় শীত ও বৈরি আবহাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, গাজার ফিলিস্তিনিরা জলাবদ্ধ তাঁবু ও ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে আছে, অথচ প্রয়োজনীয় সাহায্য সরবরাহের অনুমতি দেয়া হচ্ছে না। তিনি আরও জানান, ত্রাণ সরবরাহে বাধা না থাকলে ইউএনআরডব্লিউএ তাদের কার্যক্রম বহুগুণ বাড়াতে পারবে।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরি আবহাওয়ায় বাস্তুচ্যুত মানুষের জরুরি চাহিদা মেটাতে প্রায় দুই লাখ প্রিফেব্রিকেটেড আবাসন ইউনিট প্রয়োজন। শীতকালীন ঝড়ে হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে ও কিছু উড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করেছে। সাম্প্রতিক মাসগুলোতে গাজার মানুষ বৈরি আবহাওয়া, ভবন ধস ও বন্যার সঙ্গে লড়াই করছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনা অভিযানে গাজায় ৭১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং আহত হয়েছে এক লাখ ৭১ হাজার ২০০ জনেরও বেশি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!