ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের পারমাণবিক কর্মসূচি বন্ধ সংক্রান্ত মন্তব্যকে তীব্রভাবে নিন্দা করেছেন। তিনি বলেন, যদি কালাস জেসিপিওএ আলোচনার উদ্দেশ্যকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ বলে মনে করেন, তবে সেটি এনপিটি ও জাতিসংঘ রেজোলিউন ২২৩১-এর লঙ্ঘন এবং ইইউ ও যুক্তরাজ্যের ভবিষ্যৎ আলোচনায় অংশগ্রহণকে অপ্রাসঙ্গিক করে তোলে। তিনি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষার ওপর জোর দেন এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ বাদ দিয়ে ইরান-আইএইএ সহযোগিতার একপাক্ষিক আহ্বানেরও সমালোচনা করেন।