Web Analytics

রোববার (২৮ ডিসেম্বর) রাজশাহীর তালাইমারী মোড়ে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ করে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ভারতীয় আধিপত্যবাদের বিরোধী রাজশাহীবাসীর আয়োজনে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত বিভাগীয় শহর অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের ব্যবস্থা রাখেন, ফলে জরুরি সেবা সচল থাকে। আন্দোলন কতক্ষণ চলবে জানতে চাইলে অংশগ্রহণকারীরা জানান, পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে সারারাত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক, ভারতীয় আগ্রাসনের বিরোধী কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আন্দোলনকারীদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!