জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা পরিদর্শনে যাওয়া দুই উপদেষ্টার গাড়িবহরে পাথর শ্রমিকদের লেলিয়ে দেওয়া ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনার মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। জানা গেছে, পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলু, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি শাহজাহান ছাড়াও ফারুক মিয়া নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনার ভুক্তভোগী ছিলেন।