নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব সমূহ প্রত্যাখানের দাবিতে কিশোরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সারাদেশে মুসলমানদের ঈমানী চেতনায় আগুন ছড়িয়ে পড়বে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার প্রধানকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে শুরুর স্থানেই সমাপ্ত হয়।