Web Analytics

তীব্র গ্যাস সংকট ও মূল্যস্ফীতিসহ ছয়টি বড় সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ওসমান গনি ও মহাসচিব ইমরান হাসানসহ নেতারা দেশের রেস্তোরাঁ খাতের ক্রমবর্ধমান সংকট তুলে ধরেন।

তারা অভিযোগ করেন, বেসরকারি সিন্ডিকেট কৃত্রিমভাবে এলপিজি গ্যাসের সংকট তৈরি করে দাম বাড়িয়েছে, ফলে রেস্তোরাঁগুলো অতিরিক্ত দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে। পেট্রোবাংলা ও সরকারি উপদেষ্টারা নিষ্ক্রিয় থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। শ্রমিক সংগঠনের পরিচয়ে কিছু ব্যক্তি চাঁদাবাজি ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। সংগঠনটি জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অনৈতিক কার্যক্রম বন্ধে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করে।

রেস্তোরাঁ মালিকরা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে খাত রক্ষায় আলাদা পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, এই খাতে প্রায় ৩০ লাখ মানুষ সরাসরি এবং দুই কোটি মানুষ পরোক্ষভাবে যুক্ত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!