ঝিনাইদহের মহেশপুর পৌরসভার প্রায় ২ কোটি টাকার সৌরবাতি স্থাপন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২০–২১ অর্থবছরে ১৫০টি সৌরবাতি স্থাপনের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়। কিন্তু দুই দফা মেয়াদ বাড়ানোর পরও প্রায় ৪০ শতাংশ কাজ অসম্পূর্ণ রয়েছে। তদন্তে দেখা গেছে, নকল লেবেল লাগানো নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, ইস্টিমেটের বাইরে উপকরণ সরবরাহ এবং অতিমূল্যায়নের মাধ্যমে কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে। প্রতিটি সৌরবাতির বাজারমূল্য যেখানে ৩০–৪৫ হাজার টাকা, সেখানে ইস্টিমেটে ধরা হয় ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। সাবেক মেয়র আব্দুর রশিদ খান ও প্রকৌশলী সোহেল রানার বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠেছে। বর্তমান পৌর প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তদন্তে অনিয়মের প্রমাণ মেলে এবং কাজ বন্ধ করে দেওয়া হয়। ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, পরবর্তী ব্যবস্থা নির্ভর করছে তদন্তের ফলাফলের ওপর।