সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলতে চাই না। বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন। আমরা যখন উপদেষ্টা পরিষদের লিস্ট দেখি, তখন শঙ্কিত হই। একজন আছেন ১৯৯১ সালে সংসদ নির্বাচন করে মাত্র ২৪৯টি ভোট পেয়েছিলেন। তিনিও এখন উপদেষ্টা।’ তিনি বলেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনীতির মাঠে অনূর্ধ্ব-১৯ টিম। তাদের কথায় যে ভাবগাম্ভীর্য আসার কথা সেটা আসেনি। সেজন্য মানুষ বলে, আন্ডার নাইন্টিন। এর মধ্যে শুনলাম, সুপ্রিমকোর্টের আদেশের ব্যাপারে কথা বলেছে। একসময় নাকি ছাত্রলীগ করতো। তখন মনে পড়ল যুবলীগের শেখ ফজলুল হক মনির কথা। ১৯৭৩ সালে আদালত অবমাননার কারণে তাকে তলব করা হয়েছিল। তার ছেলে তাপসের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা হয়েছিল।