Web Analytics

ব্রিটেনের ব্রিস্টল শহরের একটি জাদুঘর থেকে ৬০০-র বেশি ঐতিহাসিক নিদর্শন চুরি হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে কাম্বারল্যান্ড রোড এলাকায় এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে চারজন সন্দেহভাজনকে ব্যাগ হাতে জাদুঘরের সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে ছিল সামরিক পদক, গয়না, ব্যাজ, খোদাই করা হাতির দাঁত, রুপার সামগ্রী, ব্রোঞ্জের মূর্তি ও প্রাকৃতিক ইতিহাসের নমুনা।

তদন্ত কর্মকর্তা ড্যান বারগান বলেন, এসব নিদর্শনের সাংস্কৃতিক মূল্য অপরিসীম এবং শহরের জন্য এটি বড় ক্ষতি। ব্রিস্টল সিটি কাউন্সিলের সংস্কৃতি বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই সংগ্রহ ব্রিটেন ও তার সাবেক উপনিবেশগুলোর সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০১২ সালে ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ মিউজিয়াম বন্ধ হওয়ার পর এই সংগ্রহ ব্রিস্টল সিটি কাউন্সিলের তত্ত্বাবধানে আসে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে জাদুঘরে চুরির ঘটনা বেড়েছে, যার মধ্যে প্যারিসের ল্যুভ ও ব্রিটিশ মিউজিয়ামের ঘটনাও রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!