Web Analytics

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ অভিযোগ করেছেন, শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণের জন্য নয়, বরং পারিবারিক প্রতিহিংসা বাস্তবায়ন ও জনগণের ওপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ক্ষমতায় এসেছিলেন। বুধবার সকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বারবার ম্লান করেছে। এখন বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরির নতুন অপচেষ্টা শুরু হয়েছে, যা গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কক্সবাজারের ঐতিহাসিক গুরুত্ব ও মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অর্জন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।

ফারুক ওয়াসিফ আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা কৌশলে ঢুকে পড়েছে। অতীতে শিকারি সাংবাদিকতা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতনের পথ তৈরি করেছিল, এখনো একই অপতৎপরতা চলছে। তিনি বলেন, শেখ মুজিবের রাজনীতি বাকশালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে এবং শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি চালিয়ে দেশকে দলীয় রাষ্ট্রের দ্বারপ্রান্তে নিয়ে যান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!