Web Analytics

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তিনি পারমাণবিক জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং ট্রেনিং সেন্টার, মেইন কন্ট্রোল রুম, ইলেকট্রিক্যাল ও ওয়াটার সিস্টেম এবং কুলিং টাওয়ার ঘুরে দেখেন। প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ও কারিগরি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান প্রকল্পের সেফটি সিস্টেম, নির্মাণ অগ্রগতি ও ফুয়েল লোডিং প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মান ও কঠোর নিরাপত্তাবিধি মেনে নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান। তারা আশা প্রকাশ করেছেন, অল্প সময়ের মধ্যেই পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!