Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জমা দেওয়া ১০টি মনোনয়নপত্রের মধ্যে তিনটি বাতিল করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় পার্টি, মুসলিম লীগ ও জাসদ (আসম আ. রব) মনোনীত সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ১% ভোটারের স্বাক্ষরসংক্রান্ত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির পক্ষে দাখিলকৃত এরশাদ উল্লার মনোনয়ন তথ্য ও নথিগত ঘাটতির কারণে বাতিল করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং তারা চার কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!