Web Analytics

ছাত্র-জনতার অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণনা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি সরকারকে একটি খসড়া সনদ দেওয়া হয়েছে এবং সম্প্রতি তার রিফাইন্ড সংস্করণও জমা দেওয়া হয়েছে। শেখ মুজিবকে ‘ফ্যাসিস্ট’ এবং শেখ হাসিনাকে ‘ডাবল ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, আওয়ামী লীগের নামে দেশে আর কোনো রাজনীতি চলতে দেওয়া যাবে না। অভ্যুত্থানকে বিগত ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতা বলেও উল্লেখ করেন তিনি। সভায় ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ছাত্রলীগের অপকর্মের বিচার না হওয়া দুঃখজনক, এবং মব সৃষ্টির মাধ্যমে অস্থিরতা তৈরি করা হলে ছাত্রদল তা প্রতিহত করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!