শুক্রবার এক সংবাদ সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এনসিপির মুখ সংগঠক সারজিস আলম যে অভিযোগ করেছেন, তা ‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’ বলে নাকচ করে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টিতে ‘ধনীদের অর্থায়ন’ এবং ছাত্রশিবিরের ইফতারের টাকা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। সেই সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ হিসেবে উল্লেখ করে সারজিস আলমের পোস্ট দেওয়াতে নিন্দা জানান তারা। উদ্বেগ জানিয়ে বলেন, নিজেদের মধ্যকার কোন্দলে ছাত্রদলকে দায়ী করা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার।