তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দেরি নয় বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন এটি ঘটতে বাধা দেবেন। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি আরো বলেন, এই যুদ্ধ করে কোনো পক্ষের লাভ হবে না। যদি বাইডেন প্রশাসন আর এক বছর ক্ষমতায় থাকতো তবে বিশ্বযুদ্ধ হয়ে যেতো বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, আমরা এই মূর্খ অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। যদি কখনো যুদ্ধ হয় এমন কেউ নেই যে আমাদের শক্তির কাছাকাছি আসতে পারবে। ট্রাম্প আরো বলেন, ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০০ বিলিয়ন ডলার বেশি ব্যয় করেছে।