এনসিপি নেতা সারজিস আলম লেখেন, গণঅভ্যুত্থানের পূর্বে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছু ছিল এক ব্যক্তি ও দল কেন্দ্রীক ইতিহাস। ভুল ধরলেই জামায়াত, শিবির, রাজাকার কিংবা সরকারবিরোধী ও দেশবিরোধী ট্যাগ খাবেন। শেখ হাসিনার সমালোচনা করলেই গুম, খুন কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও সম্মুখীন হতে পারেন। সারজিস বলেন, এখন ইতিহাস নতুন করে নিরপেক্ষভাবে লিখতে হবে। যার যে প্রাপ্য এবং যার যা অবদান তা তাকে দিতে হবে। সারজিসের ভাষায়, সোহরাওয়ার্দী, ভাসানী, শেরে বাংলা, শেখ মুজিব, তাজউদ্দিন, জিয়া থেকে শুরু করে যাদের যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি তাদের সীমাবদ্ধতাগুলোকেও সামনে নিয়ে আসতে হবে। কাউকে ফেরেশতা বানানো বা উপেক্ষা করার প্রয়োজন নেই!'