বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। উভয়েই বর্তমানে ভারতে পলাতক বলে জানা গেছে। মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার বিবৃতিতে জনগণকে উত্তেজনা বা সহিংসতা থেকে বিরত থেকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছে। দেড় দশক ক্ষমতায় থাকা শেখ হাসিনা বাংলাদেশের প্রথম সাবেক সরকারপ্রধান যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, এবং এই রায় এসেছে সেই ট্রাইব্যুনাল থেকেই যা তার সরকারই প্রতিষ্ঠা করেছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।