Web Analytics

শুক্রবার সাত বিভাগীয় শহরে পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। এর আগে বুধবার জানানো হয়, শুক্রবারের কর্মসূচিতে বরিশাল মহানগরে নেতৃত্ব দেবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরে থাকবেন সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। অন্যদিকে সিলেট মহানগরের নেতৃত্বে থাকবেন সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। রাজশাহী মহানগরে সহকারী সেক্রেটারি মুয়াযযম হোসাইন হেলাল, মোমেনশাহী মহানগরে সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনা মহানগরে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। জামায়াতের ৫ দফা দাবি হলো: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন; উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।