দুর্নীতি দমন কমিশন (দুদক) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে এক হাজার ৩৫ কোটি টাকার আত্মসাতের তদন্ত প্রায় শেষ করেছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে যাওয়া মনিরুল ২০২১ সালে জঙ্গি অর্থায়নের অভিযোগে কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি ইসলামি এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। দুদক জানায়, তিনি স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন ও শ্যালিকার নামে ব্যাংক হিসাব খুলে মানিলন্ডারিংয়ের চেষ্টা করেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক এই দুটি এনজিও রোহিঙ্গাদের খাদ্য ও পুনর্বাসন সহায়তার নামে বিদেশ থেকে অনুদান পেত। মনিরুল কৌশলে সেই অর্থ আত্মীয়দের প্রতিষ্ঠান যেমন এস এস এন্টারপ্রাইজ ও তানভীর ডেইরি ফার্মের হিসাবে স্থানান্তর করেন। দুদক ৩৫টি ফ্ল্যাট, একাধিক এফডিআর ও ডিপিএসসহ অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে।
দুদক জানিয়েছে, ব্যাংক নথি সংগ্রহের কাজ শেষ হয়েছে এবং মানিলন্ডারিং ও দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রতিবেদন চূড়ান্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।