ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি বিদেশি এজেন্টদের সঙ্গে যোগসাজশে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করেছেন।
গত রোববার মালিবাগ এলাকা থেকে ডিবি পুলিশ শওকত মাহমুদকে গ্রেফতার করে। একই মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, শওকত মাহমুদ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এসব তথ্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
রাজনৈতিক সংবেদনশীল এই মামলায় আরও কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আগ্রহ দেখা দিয়েছে।