পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নগরবাসীর স্বার্থে আগামী নভেম্বরের মধ্যেই রাজউক বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে। ঢাকাকে বাসযোগ্য করা ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এটিকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, রাজধানী ঢাকার বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা আইনগতভাবে বাধ্যতামূলক। এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। এজন্য রাজউক ও ওয়াসাকে দায়িত্ব নিতে হবে। আরও বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদী রক্ষা কঠিন হলেও অসম্ভব নয়। নদীর সাথে সংযুক্ত খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।