Web Analytics

ইসরাইলের হাইকোর্ট অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ানের বাতন আল-হাওয়া এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের আদেশ দিয়েছে। আদালত এই সম্পত্তিগুলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে হস্তান্তরের নির্দেশও দিয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এই রায়ের ফলে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের মধ্যে জোরপূর্বক উচ্ছেদ ও বাস্তুচ্যুতির আশঙ্কা বেড়েছে।

জেরুজালেমের ওল্ড সিটির সংলগ্ন সিলওয়ান এলাকাটি দীর্ঘদিন ধরে ইসরাইলি কর্তৃপক্ষ ও বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তু। হাজার হাজার ফিলিস্তিনি এই এলাকায় বসবাস করে। ইসরাইল সেখানে বাড়ি ভাঙা ও উচ্ছেদ কার্যক্রম ত্বরান্বিত করেছে। সিলওয়ানের আল-বুস্তান মহল্লায় ‘কিংস গার্ডেন’ নামে একটি পার্ক নির্মাণের পরিকল্পনায় ইতিমধ্যে কয়েক ডজন বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং আরও অনেক বাড়ি ভাঙার আশঙ্কা রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, সিলওয়ানে ইসরাইলের এসব পদক্ষেপ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বৃহত্তর নীতির অংশ। পূর্ব জেরুজালেম কংক্রিটের দেয়াল ও কাঁটাতারে ঘেরা, যা ইসরাইল নিরাপত্তার কারণ দেখিয়ে নির্মাণ করেছে, তবে ফিলিস্তিন ও জাতিসংঘ একে ভূমি দখলের পরিকল্পনা হিসেবে দেখছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!