Web Analytics

বৃহস্পতিবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানায়, কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের তিনটি গ্রেডে ভাগ করে সরকারি বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছ। ৫০০-এর অধিক শিক্ষার্থী বিদ্যমান ও ২৫ বছরের বেশি পূর্বে স্থাপিত কওমি মাদরাসাগুলো গ্রেড-১, ৩০০-এর অধিক শিক্ষার্থী ও ১৫ বছরের বেশি পূর্বে স্থাপিত মাদরাসা গ্রেড-২, ১০০-এর অধিক শিক্ষার্থী এবং পাঁচ বছরের আগে স্থাপিত মাদরাসা গ্রেড-৩ এবং অন্যান্য সকল মাদরাসাকে গ্রেড-৪-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। গ্রেড-১ এ মাদরাসা প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা ও চারজন শিক্ষকও একজন কর্মচারীর জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা; গ্রেড-২ এ প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা ও চারজন শিক্ষক এবং একজন কর্মচারীর জন্য পাঁচ হাজার টাকা, গ্রেড-৩ এ প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর প্রত্যেককে তিন হাজার টাকা সম্মানি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।