স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করে অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চলমান এই কর্মসূচির কারণে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিবাচকভাবে বিষয়টি সমাধানে কাজ করছে।
মন্ত্রণালয় আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, সরকারের সব পক্ষ বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তবে রোগীদের সেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়া জনস্বার্থবিরোধী বলে উল্লেখ করে মন্ত্রণালয় সতর্ক করেছে যে, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় রোগীদের সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।