Web Analytics

ইসরাইল সরকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন জানিয়েছে, রামাল্লার কাছে হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টি বাড়ি নির্মাণের পরিকল্পনা অনুমোদন পেয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক আইন ও জনমতের বিরোধিতা সত্ত্বেও ইসরাইল দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু সরকার ২০২২ সালে ক্ষমতায় ফেরার পর এই কার্যক্রম আরও বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে পশ্চিম তীরে ৫১ হাজারেরও বেশি নতুন বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ইসরাইলি সংস্থা ‘পিস নাও’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীরে ৪ লাখ ৫০ হাজার এবং পূর্ব জেরুজালেমে ২ লাখ ৫০ হাজারেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন।

এই নতুন অনুমোদন ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!