জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা থেকে আসা নেতকার্মীরা সরকারিভাবে বাস রিকুইজিশনের মাধ্যমে ঢাকায় আসেন বলে ফেসবুকে অনেকে অভিযোগ তোলেন। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসযোগে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, ডিসিকে স্থানীয় নেতারা অনুরোধ করেছিল জুলাইয়ের আহত ও নিহত দুটি পরিবারকে অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করে দিতে। তিনি সেজন্য পাঁচটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। ভাড়া বা জ্বালানি খরচ বহন করেননি। তিনি অভিযোগ করেন, মিডিয়া অতিরঞ্জিত লিখেছে।