গত বৃহস্পতিবারের ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশটির তরুণ ক্রিকেটার দীর্ধ প্যাটেলর। তিনি লিড্স মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। গুজরাটের বাসিন্দা দীর্ধ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন। সেখানে কৃত্রিম মেধা নিয়ে পড়ছিলেন দীর্ধ। পাশাপাশি লিড্সের ক্লাবে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতেন দীর্ধ। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ধের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্লাবে অনেক ভালো মূহূর্তের সাক্ষী থেকেছে ও। এই কঠিন সময়ে ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।”
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।