Web Analytics

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ভোলার চরফ্যাশন থেকে ঢাকার সেতু ভবন অভিমুখে লংমার্চে অংশ নেওয়া তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পদ্মা সেতু হেঁটে পার হওয়ার অনুমতি না পেয়ে তারা খরস্রোতা পদ্মা নদী সাঁতরে পার হন, এতে মো. নোমান হাওলাদার, মো. তানজিল ও মো. মেহেদী নামে তিনজন গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ২০ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হওয়া এই লংমার্চ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে মুন্সীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছেছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। বাকি শিক্ষার্থীরা শুক্রবার ঢাকায় প্রেস ক্লাব ও পরে সেতু ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।