রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিষিদ্ধ ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজু (৩০) কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে আদাবর থানাধীন নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, রাজু ওই অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার ও ভয় দেখাতো। জব্দ করা রিভলভারসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্রের উৎস এবং রাজুর অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।