Web Analytics

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ব্রাজিলের ফ্লামেঙ্গোর বিপক্ষে পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভের নায়কোচিত পারফরম্যান্সে দল পেয়েছে প্রথম বৈশ্বিক শিরোপা। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর টাইব্রেকারে একের পর এক চারটি শট ঠেকিয়ে পিএসজিকে ২–১ ব্যবধানে জেতান তিনি। তবে ম্যাচ চলাকালীনই ভেঙে যায় তার হাত, যা পরে নিশ্চিত হয় চিকিৎসকদের পরীক্ষায়।

পিএসজি কোচ লুইস এনরিকে জানান, তৃতীয় পেনাল্টি ঠেকানোর সময়ই সম্ভবত ফ্র্যাকচারটি ঘটে। “অবিশ্বাস্য ব্যাপার হলো, ভাঙা হাত নিয়েই সে শেষ দুটি শট ঠেকিয়েছে,” বলেন এনরিকে। তিনি আরও যোগ করেন, সাফোনভের মানসিক দৃঢ়তা ও দলের প্রতি দায়বদ্ধতাই এই জয়ের মূল চাবিকাঠি।

চিকিৎসকরা জানিয়েছেন, তিন থেকে চার সপ্তাহ পর সাফোনভের অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে। তার অনুপস্থিতিতে পিএসজিকে বিকল্প গোলরক্ষকের ওপর নির্ভর করতে হতে পারে, তবে এই জয়ে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!