রাজশাহীতে কিস্তি দিতে না পারায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে জহুরুল ইসলাম (৫৫) নামে এক ঋণগ্রহীতাকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন সইতে না পেরে ওই এনজিওর কার্যালয়ের ভেতরেই জহুরুল বিষপান করেন। গত ২৯ এপ্রিল দুপুরে বানেশ্বরে আরআরএফ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষপানে জহুরুলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে এনজিওর কয়েকজন কর্মকর্তা তাকে রাস্তায় ফেলে আসেন। খবর পেয়ে জহুরুলের নিকটাত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তাকে রামেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এখন।