আলজেরিয়ার রাষ্ট্রদূত আমর বেনজামা জাতিসংঘে আবেগে ভেঙে পড়েন, যখন তিনি ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কারের বিদায় চিঠি পড়েন। ১৩ বছর বয়সী ছেলে গাইথের উদ্দেশে লেখা চিঠিতে তিনি কাঁদার পরিবর্তে প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন। বেনজামা সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার জন্য ইসরাইলকে নিন্দা জানান, গাজাকে “জীবন্ত নরক” বলে আখ্যা দেন এবং নিরাপত্তা পরিষদকে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং গণহত্যা প্রতিরোধের আহ্বান জানান।